৭০০ বছরের ঐতিহ্যের ব্যত্যয় ঘটিয়ে হজরত শাহজালাল (রহঃ) ওরস মোবারক অনুষ্ঠিত হচ্ছে না
- আপডেট সময় : ০১:১৬:০৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০
- / ১৫৭২ বার পড়া হয়েছে
করোনা মহামারির কারণে ৭০০ বছরের ঐতিহ্যের ব্যত্যয় ঘটিয়ে প্রথমবারের মতো হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ওরস মোবারক অনুষ্ঠিত হচ্ছে না। প্রতিবছর আধ্যাত্মিক নগরী সিলেটে এদিনে দেশ-বিদেশ থেকে অগণিত ভক্ত-আশেকানে মুখর থাকতো মাজার প্রাংগন। কিন্তু এবার ওরসের মতো বড় কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে ওরস না হলেও, সীমিত আকারে গিলাফ জড়ানো, জিকির আজকার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মাজার কর্তৃপক্ষ।
৭০০ বছর আগে ইয়েমেন থেকে ইসলামের বাণী প্রচারের উদ্দেশ্যে ৩৬০ জন সঙ্গী-সাথী নিয়ে বিনা রক্তপাতে সিলেট জয় করেন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি। প্রতিবছর এই দিনে তাঁর ওফাত দিবসে, লাল শালুতে সুসজ্জিত বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ভক্তদের “আল্লাহু আকবর” আর “জললে জলাল বাবা শাজলাল” ধ্বনিতে উৎসবের নগরীতে পরিণত হতো সিলেট।
৭০০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ওরস না হলেও, সীমিত আকারে গিলাফ ছড়ানো, জিকির আজকার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মাজার কর্তৃপক্ষ।
ওরস না হলেও এবারও জিয়ারত ও দোয়া নেয়ার উদ্দেশ্যে বিভিন্ন জেলা থেকে মাজারে এসেছেন ভক্তরা।
রোববার রাতে মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে ঐতিহাসিক এই আয়োজনের সমাপ্তি ঘটবে।