৭১’র গণতন্ত্র পুনরুদ্ধারে সক্রিয় হবেন বিএনপি
- আপডেট সময় : ০১:৩০:১১ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০
- / ১৫২৪ বার পড়া হয়েছে
জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যান বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। এসময় বিএনপির মহাসচিব বলেন, ৭১’র গণতন্ত্র পুনরুদ্ধারে সক্রিয় হবেন তারা। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, ভাস্কর্য ইস্যুর ষড়যন্ত্র মোকাবলেলায় সরকারকে সতর্ক থাকতে হবে।
মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বেলা সাড়ে ১০টা নাগাদ পৌঁছে জাতির শ্রেষ্ঠ ও মেধাবী সন্তানদের বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এসময় যুগ্ম মহাসচিবসহ দলের শীর্ষ নেতারা দলে মহাসচিবের সঙ্গে ছিলেন। শ্রদ্ধা জানানো শেষে বিএনপি মহাসচিব বলেন, ৭১’র গণতন্ত্রকে পুন:প্রতিষ্ঠা ও সব রাজবন্দীদের মুক্ত করতে আন্দোলন জোরদার করা হবে।
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের মিরপুরে শ্রদ্ধা জানান প্রায় বেলা ১১টার দিকে। দলের অন্যান্য নেতারা এসময় তার সঙ্গে ছিলেন। সাংবাদিকদের সঙ্গে চলমান প্রসঙ্গে জিএম কাদের জানান, ভাস্কর্য ইস্যুতে ষড়যন্ত্র হচ্ছে কিনা, সরকারের উচিত তা খুঁজে বের করে এর সমাধান করা। এছাড়াও জাতির সূর্য সন্তানদের স্মরণ করে সেখানে রাজনৈতিক দল জাসদ, বাসদ, ওয়াকার্স পার্টির নেতাকর্মীরা শ্রদ্ধা জানান। এছাড়াও নানা সামাজিক ও সাংগঠনিক সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়