৭৩ বছর পর রেলপথ যুক্ত হয়েছে মোংলা সমুদ্র বন্দরে
- আপডেট সময় : ০১:৫১:১৮ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩
- / ১৭৩৬ বার পড়া হয়েছে
সুন্দরবনে পর্যটক আকৃষ্ট ও বন্দরের পণ্য পরিবহন সহজ করতে ৭৩ বছর পর রেলপথ যুক্ত হয়েছে মোংলা সমুদ্র বন্দরে। ভার্চুয়ালি রেলপথ উদ্বোধন আগামী বছরের প্রথম দিন থেকেই এই রুটে চলবে রেল। ব্যবসায়ীরা বলছেন, বন্দর গতিশীল ও দক্ষিণাঞ্চলের ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে।
মোংলা বন্দরকে দেশের রেল নেটওয়ার্কে যুক্ত করতে ২০১৬ সালে শুরু হয় খুলনা-মোংলা রেলপথ নির্মাণ। খুলনার ফুলতলা থেকে মোংলা পর্যন্ত ৬৪ কিলোমিটার দীর্ঘ এই রেলপথে রয়েছে রূপসা নদীর ওপর ৫.১৩ কিলোমিটার দৈর্ঘ্যের সেতু, ১০৭টি ছোট-বড় কালভার্ট, ৯টি আন্ডারপাস ও ১১ টি স্টেশন। পাঁচ দফা সময় বাড়িয়ে নির্মাণ কাজ শেষ হলো গেলো অক্টোবরে।
মোংলা-খুলনা রেলপথ ঘিরে দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে খুলছে সম্ভাবনার নতুন দুয়ার।রাজধানীসহ সারাদেশের সাথে সহজ হবে যোগাযোগ
ব্যবসা বাণিজ্য প্রসারে রেলপথের আসা যাওয়ায় বাঁচবে খরচ ও সময়। খুলনার ব্যবসায়ীদের
আমদানি-রপ্তানি বাড়বে।
খুলনা-মোংলা রেল বলছে কর্তৃপক্ষ জানাচ্ছে, বাণিজ্যিকভাবে ১লা জানুয়ারি থেকে এই রেলপথে ট্রেন চালুর নির্দেশনা রয়েছে। তবে এখনো আনুষাঙ্গিক কিছু কাজ বাকি রয়েছে বলেও জানা গেছে।
খুলনা-মোংলা রেলপথের দৈর্ঘ্য প্রায় ৯০ কিলোমিটার। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হয়েছে ৪ হাজার ২৬০ কোটি টাকা।