৭৫ এ বঙ্গবন্ধু হত্যার পরবর্তী ২১ বছর অবৈধ শাসকদের কারণে দেশের কোন উন্নতি হয়নি
- আপডেট সময় : ০১:৩৭:০২ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
৭৫ এ বঙ্গবন্ধু হত্যার পরবর্তী ২১ বছর অবৈধ শাসকদের কারণে দেশের কোন উন্নতি হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ভৌগলিক অবস্থানকে কাজে লাগিয়ে বর্তমান সরকার, বাংলাদেশকে আধুনিক ও উন্নত করতে কাজ করছে। কক্সবাজার বিমানবন্দর রানওয়ে সম্প্রসারণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি আরো বলেন, দক্ষিণপূর্ব এশিয়ার সাথে সম্পর্ক উন্নত করে ।
বিশ্বের সর্ববৃহৎ সৈকতের শহর- কক্সবাজারে আন্তর্জাতিক বিমান বন্দর নির্মান প্রকল্পের অংশ হিসেবে এরই মধ্যে ৯ হাজার ফুট রানওয়ে নির্মাণ কাজ শেষ হয়েছে। এর সাথে যুক্ত হবে বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলের উপর আরো ১ হাজার ৭০০ ফুট রানওয়ে। প্রায় ১৬শ’ কোটি টাকা ব্যয়ের এই রানওয়ে ছাড়িয়ে যাবে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরকেও।
রবিবার সকালে, কক্সবাজার বিমানবন্দর প্রান্তে আয়োজিত মূল অনুষ্ঠানে , যুক্ত হয়ে ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, প্রাচ্য ও পাশ্চাত্য যাতায়াতে কক্সবাজার বিমানবন্দর হবে রিফুয়েলিং এর প্রধান উৎস। কক্সবাজারকে আরো পর্যটনবান্ধব ও উন্নত করতে নানা পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। আঞ্চলিক সম্পর্ক উন্নয়ন করে বিনিয়োগ ও বাণিজ্যের কেন্দ্রবিন্দু হিসেবে কক্সবাজারকে গড়ে তোলার কথা জানান প্রধানমন্ত্রী।
অবৈধ ক্ষমতা দখলকারীরা দেশ ও জনগণের কল্যানে কোন কাজ করেনি , কেবল নিজের স্বার্থের হিসেব করেছে বলেও অভিযোগ করেন সরকার প্রধান। নির্দিষ্ট সময়ের মধ্যে উন্নত দেশ হিসেবে স্বীকৃতি পেতে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।