৭৫ পরবর্তী শাসকরা স্বাধীনতার চেতনা ধংস করে দেশকে ব্যর্থ রাষ্ট্র করার ষড়যন্ত্র করেছিল
- আপডেট সময় : ০২:১৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১
- / ১৫১৬ বার পড়া হয়েছে
৭৫ পরবর্তী শাসকেরা স্বাধীনতার চেতনাকে ধংস করতে ও বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করেছিল বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। জাতির পিতাকে হত্যা করে বাংলাদেশকে পাকিস্তানের প্রদেশ বানানোর অপচেষ্টাও ব্যর্থ হয়েছে দাবি করে তিনি বলেন, বঙ্গবন্ধুকে আর বিশ্ব ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শে পথ চলা আওয়ামী লীগ যে কোন সংকটে জনগণের পাশে আছে।
জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর এবং ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণ আয়োজন করে স্মরণ সভার। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, জিয়া আর মোস্তাক মিলেই বঙ্গবন্ধু হত্যার নকশা করেছিল। তারা মুক্তিযুদ্ধে পরাজিত পাকিস্তানের এজেন্ডা অনুযায়ী দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র বাস্তবায়ন করতে কাজ করেছে।
যারা বঙ্গবন্ধুকে ও তাঁর আদর্শকে হত্যা করতে চেয়েছিল তারা ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সভাপতি।
বিএনপি জামায়াত জোট ক্ষমতায় থাকাকালে দেশের কোন উন্নতি হয়নি দাবি করে প্রধানমন্ত্রী বলেন, কেবল আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে।
বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে জনবান্ধব রাজনীতি ও সংগঠন গড়ে তোলার নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।