৭৬ দিন পর লকডাউন উঠিয়ে নেয়া হয়েছে চীনের উহান থেকে
- আপডেট সময় : ০৭:৫৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের উৎসভূমি চীনের উহান থেকে লকডাউন তুলে নেয়া হয়েছে। গত বছরের শেষ দিনে এই শহর থেকেই ভাইরাসটি প্রথম ছড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে তা সারা বিশ্বের হাজার হাজার মানুষের মৃত্যুর কারণ হয়ে ওঠে। ৭৬ দিন পর লকডাউন উঠিয়ে নেয়ার পরেও কোনো কোনো স্থানে কিছুটা বিধিনিষেধ বহাল থাকবে।
লকডাউন তুলে নিলেও, নতুন করে করোনা ভাইরাস সংক্রমণের শঙ্কা একেবারে শেষ হয়ে যায়নি বলে হুশিয়ার করেছেন উহান কর্তৃপক্ষ। চীনের মূলভূখণ্ডে আক্রান্তের সংখ্যা ফের কিছুটা বাড়ায় সংক্রমণের আরেকটি প্রবাহ শুরু হতে পারে আশঙ্কা করা হচ্ছে। যে কারণে শুধু সুস্থ লোকজনকেই শহর ছাড়ার অনুমতি দেয়া হয়েছে। তবে অতি প্রয়োজন ছাড়া উহানের বাসিন্দাদের শহর না ছাড়ার জন্য বলা হয়েছে। হুবেই প্রদেশের রাজধানী এই শহরে গত ২১ দিনে নতুন নিশ্চিত সংক্রমণের মাত্র তিনটি ঘটনা ঘটেছে। লকডাউন তোলার পরই বিপুল সংখ্যক লোক ট্রেন ও বিমানযোগে শহরটি ত্যাগ করেন। তবে উহান থেকে রাজধানী বেইজিং ও বিদেশগামী ফ্লাইট চলাচল এখনও শুরু হয়নি। এক কোটি ১০ লাখ লোকের শহরটি ২৩ জানুয়ারি থেকে লকডাউন করা হয়।