৮ জেলায় মোট ২০৪ জনের করোনা শনাক্ত হয়েছে
- আপডেট সময় : ০৪:০৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
চট্টগ্রামে একদিনে ৬৫ জন, মানিকগঞ্জে ২৯ জন, ময়মনসিংহে ২২ জনসহ ৮ জেলায় মোট ২০৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত আরো ৬৫ রোগীকে শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক হাজার ৬শো ছাড়ালো। তাদের মধ্যে ৫৩ জনের মৃত্যু হয়েছে।
মানিকগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাংবাদিকসহ ২৯ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৭ জনে।
ময়মনসিংহে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরো ২২ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে সিভিল সার্জন। এ নিয়ে জেলায় ৩৯০ জনের করোনা শনাক্ত হলো।
মাদারীপুরে করোনা ভাইরাসে সদর হাসপাতালের নার্সসহ একদিনে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৫ জনে।
পঞ্চগড়ে নতুন করে আরো ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫১ জনে।
দিনাজপুরে গেল ২৪ ঘন্টায় আরো ৮ জন করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত হলেন ১২৯ জন।
পিরোজপুরে গত ২৪ ঘন্টায় আরও ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৬২।
নেত্রকোনায় ২৪ ঘন্টায় শিক্ষা অফিসের এক কর্মকর্তাসহ তিনজনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় সর্বমোট ২শ’ ৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে ৭ জন করোনা রোগ শনাক্ত। এর মধ্যে টুঙ্গিপাড়ায় ৪ জন ও কোটালীপাড়ায় ৩ জন রয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৩০ জনে।