৮ জেলায় ৪৫ জনের করোনা শনাক্ত
- আপডেট সময় : ০১:৫৫:২৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২২ জন, ময়মনসিংহে ৮, মৌলভীবাজারে ৫, দিনাজপুরে ৩, হবিগঞ্জে ৩, পাবনায় ২ ও পিরোজপুরে ২ জনসহ ৮ জেলায় ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। লকডাউন কার্যকর না হওয়ায় সারাদেশে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা।
চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত আরো ২২ রোগীকে শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। আক্রান্তদের মধ্য ৮ জনই পুলিশ সদস্য। শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডাক্তার ফজলে রাব্বি। আক্রান্তদের মধ্যে ১৩ জন চট্টগ্রামের, ৬ জন লক্ষীপুরের, অন্য ৩ জন বিভিন্ন জেলার বাসিন্দা। আক্রান্ত রোগীদের বাসাসহ আশপাশের কয়েকটি ভবন লকডাউন ঘোষণা করতে স্ব স্ব জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
ময়মনসিংহে গত ২৪ ঘন্টায় ৩ স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরো ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তের মধ্যে গফরগাঁও উপজেলার ৩ স্বাস্থ্যকর্মীসহ ৫ জন, হালুয়াঘাটের ২ জন এবং সদরের ১ জন রয়েছে। এ নিয়ে জেলায় ২০৩ জনের করোনা শনাক্ত হলো।
গেলো ২৪ ঘন্টায় মৌলভীবাজার জেলায় নতুন করে পুলিশ ও নার্সসহ আরও ৫ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। আক্রান্ত ৫ জনের মধ্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৩ জন এবং ঢাকা থেকে ২ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে।
দিনাজপুরে গেল ২৪ ঘন্টায় আরো ৩ জন করোনা রোগি শনাক্ত হয়েছে। এদের সবাই বিরামপুর উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪১ জনে উন্নীত হলো।
হবিগঞ্জে নতুন করে আরো ৩ জনের করোনা পজিটিভ এসেছে। শনিবার রাত ১১টায় ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোখলেছুর রহমান উজ্জ্বল এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৩ জন।
গেল ২৪ ঘন্টায় পাবনায় এক স্বাস্থ্য কর্মী ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্র করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে একজন সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটিপিআই। আর বিশ্ববিদ্যালয় ছাত্রের বাড়ি ভাঙ্গুড়া উপজেলায়।
পিরোজপুরে আরও ২ জন করোনা পজেটিভ রোগী সনাক্ত হয়েছে। এরা পিরোজপুরের মঠবাড়িয়া পৌর এলাকার বাসিন্দা। রাতেই ২ জনের বাড়ি লকডাউন ঘোষণা করে মঠবাড়িয়া উপজেলা প্রশাসন।