৮৩ জনের ভেতর কারো শরীরের করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েনি

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৩:০৩ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
গত ২৪ ঘন্টায় ৪ জনসহ মোট ৮৩ জনের নমুনা পরীক্ষা করা হলো, তাদের শরীরের করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েনি বলে জানিয়েছেন আইইডিসিআর পরিচালক মিরজাদি সেব্রিনা ফ্লোরা।
দুপুরে মহাখালীর রোগতত্ত্ব ইনস্টিটিউট– আইইডিসিআর-এর সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, করোনা ভাইরাস মোকাবিলায় আইডিসিআর প্রস্তুত রয়েছে।বাংলাদেশে এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রত্যেকটি বন্দরে জোরালো পদক্ষেপ নেয়া হয়েছে। করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক না ছড়ানোর পরামর্শ ও সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সেব্রিনা ফ্লোরা। এখনো বাংলাদেশে কেউ আক্রান্ত না হলেও নতুন করে আক্রান্ত হয়েছে আফগানিস্তান, বাহরাইন,ইরাক ও ওমান। শুধু আক্রান্ত দেশ থেকেই নয়, আগত সব যাত্রীকে স্ক্যানিং এর আওতায় আনা হয়েছে বলেও জানান তিনি।