৮৬ ঘণ্টা পর নিভলো সীতাকুণ্ডে ডিপোর আগুন
- আপডেট সময় : ০৫:৪৮:২২ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
বিস্ফোরণে ভস্মিভূত সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপো থেকে চিহ্নিত রাসায়নিক ভর্তি কন্টেইনারগুলো নিরাপদে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী। দায়িত্বরত সেনা কর্মকর্তা জানান, ধ্বংসস্তুপ পুরোপুরি না সরানো পর্যন্ত হতাহতের প্রকৃত সংখ্যা বলা কঠিন। ঘটনার ৮৬ ঘন্টা পর আগুন নিভলেও, অসংখ্য কন্টেইনার থেকে ধোঁয়ার কুণ্ডুলী বেরুচ্ছে। এদিকে দগ্ধদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরেক জন মারা গেছে। মৃতের সংখ্যা বেড়ে ৪৪ জন হলো। এখনও তিনজনের অবস্থা আশংকাজনক। দায়িত্বে অবহেলার অভিযোগে আটজনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
আগুনে পুরে ভষ্মিভুত হয়ে যাওয়া বিএম কন্টেইনার ডিপোর ধ্বংসস্তুপ থেকে এখনো ধোয়ার কুণ্ডুলি বের হচ্ছে। সঙ্গে পোড়া পণ্যের ছাঁই উড়ছে। ফায়ার সার্ভিস আর সেনাবাহিনীর সদস্যরা আগুন নেভানোর পাশাপাশি ধ্বংসস্তুপ সরাতে ব্যস্ত। ফুটেজ-১
সেনাবিহিনী বলছে, সোমবার রাসায়নিক ভর্তি কয়েকটি কন্টেইনারের অস্থিত্ব পাওয়ায়, অভিযানে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়। এরইমধ্যে সেই কন্টেইনারগুলো নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।
ধ্বংসস্তুপ পুরোপুরে না সরানো পর্যন্ত হতাহতের প্রকৃত চিত্র জানা সম্ভব হবে না বলে জানিয়েছে সেনাবাহিনী।
এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ ও আহতদের মধ্যে আরো একজনের মৃত্যু হয়েছে। তিন জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চমেকের পরিচালক।
শনিবার রাতে হাইড্রোজেন পার অক্সাইড রাসায়নিক ভর্তি একটি কন্টেইনারে বিস্ফোরণের পর পুরো ডিপোতে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৩২টি ইউনিটের সঙ্গে সেনাবাহিনীর ২টি বিশেষজ্ঞ দল একযোগে কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনলেও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি এখনো।