৯ ঘণ্টা বন্ধের পর রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল চলাচল আবার শুরু

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
- / ১৭৪৯ বার পড়া হয়েছে
রাজশাহী থেকে পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ৯ ঘণ্টা বন্ধের পর রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল চলাচল আবার শুরু হয়েছে।
সকাল ৭টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার জানান, গতরাত পৌনে ১০টার দিকে রাজশাহী স্টেশন থেকে পঞ্চপড়ের উদ্দেশে ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’ ছেড়ে যায়। চারঘাটের সরদহ স্টেশনে ঢোকার সময় পেছনের একটি বগির আটটি চাকা লাইন থেকে পড়ে যায়।
এতে লাইনেরও প্রচুর ক্ষতি হয়। ফলে আপ-ডাউনের দু’টি ট্রেন আটকা পড়ার পাশাপাশি বন্ধ হয়ে যায় রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ। পরে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসে বগি উদ্ধার করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে ঢাকাসহ বিভিন্ন রুটে যাত্রা বাতিল হওয়া আন্তঃনগর ট্রেনের যাত্রীদের টিকিটের টাকা ফেরত দিতে হয়।