৯ দফা দাবিতে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
- আপডেট সময় : ০২:১২:১৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
- / ১৭১৬ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ারের মৃত্যুর ঘটনায় পাল্টাপাল্টি কর্মসূচি পালন করছে শিক্ষার্থী ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। ৯ দফা দাবিতে মহাসড়কে বিক্ষোভ করছে রাবির শিক্ষার্থীরা।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। ফলে হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। অন্যদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসায় অবহেলায় শাহরিয়ারের মৃত্যু ও ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করেছে সহপাঠীরা।
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করে তারা। একইসঙ্গে এমপি ফজলে হোসেন বাদশাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।এদিকে, শনিবার রাজপাড়া থানায় হাসপাতালের চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক, নার্স ও তাদের সহযোগীদের বিরুদ্ধে মামলার আবেদন করেছে রাবি প্রশাসন।