৯ দফা দাবিতে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
- আপডেট সময় : ০১:৫০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪
- / ১৬৪৫ বার পড়া হয়েছে
কোটা আন্দোলন কেন্দ্র করে দেশব্যাপী শিক্ষার্থীদের ওপর হামলা ও গণহত্যার প্রতিবাদ এবং ৯ দফা দাবিতে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে করছে ছাত্র-জনতা। এ সময় সংঘর্ষের বাধলে এক পুলিশ সদস্য আহত হন, তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহীর বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে এসে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে তারা তালাইমারী এলাকায় রাজশাহী-ঢাকা মহাসড়কের অবস্থান নেয়। বৃষ্টি উপেক্ষা করে তারা বিক্ষোভ শুরু করে। এসময় বিজিবি, রেব ও পুলিশ আশেপাশে অবস্থান করলেও শিক্ষার্থীদের বাধা দেয়নি।
বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে রংপুর প্রেসক্লাবের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে শিক্ষার্থীদের সংখ্যা । এ সময় প্রেসক্লাবের সামনে স্টেশন রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘন্টাব্যাপী অবস্থান করে শিক্ষার্থীরা মিছিল নিয়ে এগিয়ে গিয়ে জেলা স্কুলের সামনে। সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
এদিকে..ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এর আগে দুপুর বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা ভবন এলাকায় জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া শহীদ মিনারে বিক্ষোভ কর্মসূচি পালনে সড়কে নেমেছেন শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১১টায় চাষাঢ়া স্বাধীনতা চত্বরে জড়ো হয়ে মিছিল বের করে শিক্ষার্থীরা।