৯ মাসের বকেয়া বেতন-ভাতা আদায় ও আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
- আপডেট সময় : ০১:৪৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
৯ মাসের বকেয়া বেতন-ভাতা আদায় ও আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সুনামগঞ্জ সদর হাসপাতালের ৫৩ কর্মচারি। ২০ বছর ধরে খন্ডকালীন ও অস্থায়ীভাবে কর্মরত থাকার পর তাদের বের করে দেয়া হয়েছে বলে অভিযোগ করেন। তবে, বকেয়া পরিশোধের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।
গত বছর সুনামগঞ্জে সিভিল সার্জন পদে ডা: শামসুদ্দিনকে নিয়োগ দেয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে জেলাবাসী। তাকে অবাঞ্চিত ঘোষনা করলেও, যোগদানের পর সংবাদ শিরোনাম হন তিনি।
দীর্ঘ দিন মাস্টার রোলে থাকা ৫৩ কর্মচারিকে বেতন-ভাতাদি না দিয়ে বের করে দিলে আন্দোলনে নামে তারা। তাদের দাবি, জনপ্রতি এক-দেড় লাখ টাকা নিয়ে নতুন লোক নিয়োগ দেয়া হচ্ছে।
তবে, বকেয়া বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দিয়েছেন, সিভিল সার্জন। আউটসোর্সিং পদ্ধতিতে ২৩৪ কর্মচারি নিয়োগের অনিয়ম দুর করে মাস্টাররোলে থাকাদের ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।